নীলফামারী কিশোরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবি-প্রতিনিধি |
নীলফামারীর কিশোরগঞ্জে মিলন মিয়া (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১১জুন) রাতে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক বড়ভিটা ইউনিয়নের দলবাড়ী গ্রামের মৃত জামিয়ার রহমানের ছেলে।
নিহত এর মা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তার খালাতো বোনের সাথে তার বিয়ের কথা চলছে। গতকাল তার মা ও খালা ওই মেয়ের জন্য পাত্র দেখতে যায়। এতে নিহত যুবক বাড়িতে একা ছিলেন। রাতে তার মা আত্মীয়ের বাড়ি থেকে ফিরে দেখেন তার ছেলের হাঁটু মাটিতে লেগেছিলো এবং গলায় দড়ি লাগানো অবস্থায় ঘরের তীরের সাথে সে ঝুলছিল তা দেখে পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই