বগুড়ায় নৈশবহনীকে কুপিয়ে হত্যা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়ার আদমদীঘিতে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের মসজিদের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় কায়ছার প্রামাণিক (৭১) নামে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবার জানান, আদমদিঘী উপজেলাধীন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে কায়সার প্রামাণিক বেশ কয়েক মাস যাবত একটি পুকুরের নৈশ প্রহরীর হিসাবে কাজ করতেন। তারা বলেন প্রতিদিন রাতে পুকুর পাহারার কাজ শেষে ভোর বেলা বাড়িতে ফিরেন তিনি। কিন্তু আজ সে আর বাড়ি ফিরেনি ৷ পরে তারা জানতে পারে তিনি রক্তাক্ত অবস্থায় মসজিদের পাশে রাস্তার মধ্যে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে কায়সারকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায় এবং ময়নাতদন্ত শেষে নিহত কায়সারের লাশটি বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় কায়ছার প্রামাণিক নামের একজন বৃদ্ধের লাশ উদ্ধার করা করি। মৃত্যু কি ভাবে হয়েছে এর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।
কোন মন্তব্য নেই