ঠাকুরগাঁয়ে ৮০ কোটি টাকা খরচেও নেই পানি - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
শুষ্ক মৌসুমে নদীর নাব্যতা বৃদ্ধি, জলাবদ্ধতা দূর করা, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোসহ কৃষিকাজে নদীর পানি ব্যবহারের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গত চার বছরে খনন করা হয়েছিল সাতটি নদী ও একটি খাল। সরকারি এ প্রকল্পে মোট ব্যায় হয়েছিল ৮০ কোটিরও বেশি টাকা।
অথচ এক থেকে দুই বছরেই এসব নদী আবার ফসলের মাঠে পরিণত হয়েছে। নদীগুলোতে চলছে চাষাবাদ। নদীর তীরের বাসিন্দাদের মতে, নদীতে আগে যা পানির প্রবাহ ছিল, খননের পর উল্টো আরও কমেছে। শুধু টাকার অপচয়ই হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, সমুদ্রপৃষ্ঠ থেকে এ এলাকার নদী ৬০ মিটার উঁচুতে থাকায় পানির প্রবাহ ধরে রাখা যাচ্ছে না।
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলায় নদ-নদী আছে ১৪টি; যেগুলোর সম্মিলিত দৈর্ঘ্য ২৯৬ কিলোমিটার। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে পানি উন্নয়ন বোর্ড একটি খালসহ ৭টি নদী খনন করে। ২০৪ কিলোমিটার পথের ৭টি নদী খননে ব্যয় হয়েছে ৮০ কোটি ৩ লাখ ৯ হাজার টাকা। খনন করা নদীগুলোর মধ্যে আছে লাচ্ছি, ভুল্লী, সুখ, তীরনই, পাথরাজ, কুলিক ও টাঙ্গন নদী এবং যমুনা খাল।
প্রবীণদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা শহরের ওপর দিয়ে বয়ে গেছে টাঙ্গন ও শুক নদ। এ নদীর কোল ঘেঁষে গড়ে ওঠে ঠাকুরগাঁও শহর। যাতায়াতের মাধ্যম ছিল এ নদ। তবে এখন জেলার প্রধান এই নদ দুটিতে চলছে ধান চাষ।
রবিবার এ নদ দুটির দুই কিলোমিটার অংশ ঘুরে দেখা গেছে, এতে ভুট্টা ও বোরো ধান চাষ করা হয়েছে। নদীর অস্তিত্বই বোঝা যায় না।
ফেরসাডাঙ্গী গ্রামের কৃষক সিদ্দিকুল চিফ টিভি কে বলেন, ‘টাঙ্গন নদের পানি দিয়ে জমি আবাদ করতাম। এ আবাদের ফসল দিয়ে সংসার চলে। কিন্তু এবার টাঙ্গনে পানি নাই। এই নিয়ে দুশ্চিন্তায় আছি।’ ওই গ্রামের আরেক বাসিন্দা জব্বার আলী চিফ টিভিকে বলেন, ‘এক বছর হলো নদটি খনন করার। অথচ এখনই শুকনো। পারের মানুষের লাভ না হলেও প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের লাভ হয়েছে।’
এদিকে সুখ নদ সরেজমিনেও একই অবস্থা দেখা গেছে। সুখ নদের পাড়ের স্থানীয় বাসিন্দা আবু কায়েস হিরো অভিযোগ করে বলেন, নদীটি নামে মাত্র খনন করা হয়েছে। খনন যন্ত্র দিয়ে দায়সারাভাবে শুধু মাটি তুলে রাখা হয়েছে। খননের আগে যে পানি ছিল, এখন তা-ও নেই।
নদের তীরের ইসলাম নগর এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম চিফ টিভি কে বলেন , ‘৬ কোটি টাকায় নদটি খনন হয়েছে শুনছি। কিন্তু বাস্তবে ২ কোটি টাকার কাজও হয়তো হয়নি।’
এ বিষয়ে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম যাকারিয়া চিফ টিভি কে বলেন, ‘খনন করা নদীতে পানি না থাকার কারণ হচ্ছে, এ জেলায় দিন দিন ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়ায় পানির স্তর নিচে চলে যাচ্ছে। এ ছাড়া নদীগুলোর স্রোত খাড়া হওয়ায় পানি খুব দ্রুত নিচে নেমে যায়।’
‘জেলার চারটি সম্মিলিত নদীতে পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। অবকাঠামো নির্মাণের কাজ শেষ হলে নদীগুলোর পানি ধরে রেখে নিচে নেমে যাওয়া পানির স্তর কিছুটা হলেও ধরে রাখা যাবে।’
কোন মন্তব্য নেই