গাজীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
সংঘর্ষের ঘটনায় কামরুল হাসান নামে আরও এক নেতা আহত হয়েছেন। হতাহতরা কলেজ শাখা ছাত্রলীগের সদস্য। নিহত আলামিন কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় মোতালেব হোসেনের ছেলে।
শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জাতির বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিদায় অনুষ্ঠান ছিল গতকাল বুধবার। দ্বিতীয় বর্ষের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান গ্রুপ ও কলেজের দ্বাদশ শ্রেণি কমিটির ছাত্রলীগের সভাপতি আলামিন হোসাইন গ্রুপের মধ্যে মারামারি হয়।
আজ দুপুরে বিষয়টি সমাধানের জন্য দুই গ্রুপ কলেজ হাজির হয়। এ সময় ইমন খানের নেতৃত্বে ৩০-৪০ জন ছাত্রলীগের কর্মী মোকদম প্লাজার সামনে আলামিন হোসাইন ও কামরুলকে কুপিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। কামরুল হাসানকে গুরুতর আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর চন্দ্রা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে। দোষীদের গ্রেফতারের অভিযান চলছে।’
কোন মন্তব্য নেই