শিরোনাম

কিশোরগঞ্জ চেয়ারম্যানের আচরণে ক্ষুব্ধ ইউপি সদস্যদের বিক্ষোভ- Chief TV - চিফ টিভি

কিশোরগঞ্জ চেয়ারম্যানের আচরণে ক্ষুব্ধ ইউপি সদস্যদের বিক্ষোভ
ছবি-প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধিঃ 

নীলফামারীর কিশোরগঞ্জে এক আলোচনা সভায় আবু সায়েম লিটন নামে এক চেয়ারম্যানে আচরণে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ করেছেন ইউপি সদস্যরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

সোমবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার আহরণ ও বাজেট ব্যবস্থাপনা সভায় এ ঘটনা ঘটে। এ সময়ে ইউপি সদস্যরা প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ করেন। আবু সায়েম লিটন উপজেলার পুটিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জানা যায়, আজ সকাল থেকে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে স্থানীয় সরকার আহরণ ও বাজেট ব্যবস্থাপনার আলোচনা সভা চলছিলো। এ সময় এক বক্তব্যে আবু সায়েম লিটন নামে ওই চেয়ারম্যান ইউপি সদস্যের বলেন, এসব মেম্বারদের আমি হিসাব করিনা এদের দিয়ে ঘাস কেটেও নেইনা । এ কথা বলায় ক্ষিপ্ত হয়ে যায় ইউপি সদস্যরা। এ সময়ে তারা সভাস্থল ত্যাগ করে উপজেলা পরিষদ চত্তরে বিক্ষোভ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে তাদের সভাস্থলে ফিরিয়ে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য শাফিউল ইসলাম বলেন, তিনি (চেয়ারম্যান) বক্তব্যের সময়ে আমাদের উদ্দেশ্য বলেন এসব মেম্বারদের আমি হিসাব করিনা এদের দিয়ে ঘাস কেটেও নেইনা। এমন কথা আমাদের সম্মানে লেগেছে। আমরা জনগণের নির্বাচিত সদস্য।

পুটিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন বলেন, আমি এখানে এমনি কইলাম মেম্বারের ঘর যে ডাবনি হইছেন একবারে, এতে ওরা বাইরে গিয়ে চিল্লাচিল্লি শুরু করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজা মুঠোফোনে জানান, ওখানে ট্রেনিং চলছিল আমি ছিলাম না, আসলে কি হয়েছিলো সঠিক বলতে পারছি না। 

কোন মন্তব্য নেই