আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে মেলা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
তমিজদ্দিন সরকার পাবলিক স্কুল মাঠে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে মেলা, মেলাগুলোতে পুরো দমে চলছে বেচা-কেনা। কেউ মেলাতে এসেছেন ক্রয় করতে আবার কেউ এসেছেন দেখার উদ্দেশ্যে। এতে করে মেলাতে ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে।
রবিবার (০১ জুন) আশুলিয়া স্কুল মাঠে কিনতে আসা মো. সজল রঞ্জু জানান, আর মাত্র কয়েকদিন পরেই ঈদ। যার কারণে এই মেলা উপভোগ করার জন্য এসেছি। কিনতে এর আগেও কয়েকটি মেলায় গিয়েছি। ঘুরে বুঝতে পেরেছি কিন্তু এ মেলায় দাম বিগত অন্য মেলার তুলনায় কিছুটা কম তবুও সাধ্যের মধ্যে পছন্দের কেনার চেষ্টা করছি।
অন্যদিকে সোনামণিদের খেলনা ও খাদ্য বিক্রি করতে নিয়ে এসেছেন অনেক ব্যবসায়ীরা,তারা বলেন, ক্রেতারা দাম আমাদের চাহিদার থেকে কম বলছেন। শুধু ঈদ উপলক্ষে তাদের দামে দিতে হচ্ছে কারণ এ বছর খাদ্যের দাম একটু বেশি হওয়ায় পেছনে আমাদের খরচও বেশি হয়েছে। তবুও ক্রেতাদের সঙ্গে দামে মিললে বিক্রি করে দিচ্ছি।
মেলার কতৃপক্ষ জানান,আমরা এবার ঈদ কে সামনে রেখে এই মেলার আয়োজন করেছি,সুস্থ পরিবেশ দেখে খুশি ক্রেতা ও বিক্রেতারা, এই মেলা চলবে ১৫ দিন এখানে অনেক পণ্য পাওয়া যাচ্ছে।
কোন মন্তব্য নেই