পানছড়িতে দরিদ্র ও অসহায়দের মাঝে মানবিক সহযোগিতা প্রদান করেছে তিন বিজিবি লোগাং জোন - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় ৩ বিজিবি লোগাং জোন এর দায়িত্বপূর্ণ এলাকার প্রতিবন্ধী ছেলের জন্য হুইল চেয়ার, দুস্থ পরিবারকে ঢেউটিন, সেলাই কাজ জানা দুস্থ ও অসহায় মহিলাকে সেলাই মেশিন, অসুস্থ রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান, শিক্ষার্থীকে বই ক্রয় এবং পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠী কর্তৃক আয়োজিত পাহাড়ী-বাঙ্গালীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন ৩ বিজিবি লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি।
সোমবার (২৪ জুন) লোগাং জোন এর সদর দপ্তরে এসব অনুদান প্রদান করা হয়।
এই সময় জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ হতে একটি জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগ নেয়া হয় এবং এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।
এই সব সহযোগিতা পেয়ে বিজিবির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগীগণ।
কোন মন্তব্য নেই