বগুড়ায় ৮৬ কেজি গাঁজাসহ আটক দুই জন - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২৬জুন) দুপুরে গাবতলীর থানাধীন সোন্দাবাড়ি এলাকা অভিযান পরিচালনার সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে ৮৬ কেজি গাঁজা জব্দ করে ডিবি পুলিশ। এ সময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কিশামত প্রাণকৃষ্ণ এলাকার খরেজ্জামালের ছেলে বাবলু হোসেন (৪১) ও অনন্তপুর এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪৯)।
বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১ টায় জেলা গোয়েন্দা কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার।
এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুর ২ টায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলামের নেতৃত্বে শহরের মাটিডালীতে চেকপোস্ট বসায় জেলা পুলিশ। এ সময় ঢাকাগামী সিলভার রংয়ের একটি প্রাইভেট কারকে থামানো সংকেত দিলে যানবাহনটি না থেমে ২য় বাইপাস সড়ক ব্যবহার করে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করলে গাবতলী উপজেলার সোন্দাবাড়ি এলাকায় কারটিকে আটক করে। এরপর কারটি জব্দ করে তল্লাশি চালানো হয়। এ সময় ২০টি পোটলায় ৮৬ কেজি গাঁজা উদ্ধার সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, আসামী বাবুল হোসেনের নামে ইতিপূর্বে থানায় দুটি মাদক মামলা চলমান রয়েছে। এ ঘটনায় আসামীদের গাবতলী মডেল থানায় মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই