শিরোনাম

বড় বোনের যানাজার শেষ না হতেই ছোট ভাইয়ের মৃত্যু - Chief TV - চিফ টিভি

বড় বোনের যানাজার শেষ না হতেই ছোট ভাইয়ের মৃত্যু
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় নবজাতক শিশুসহ বড়বোনকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে  সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বড় বোন জুথির মৃত্যুর পর মারা গেলেন ছোট ভাই জিহাদ।

রবিবার দিবাগত মধ্যেরাতে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। তবে এখনো আশঙ্কায় রয়েছে নিহতের মা। 

উল্লেখ্য, গত শনিবার (২৯জুন) বিকেল ৪টার দিকে কাথম- কালিগঞ্জ রোডে সড়াতলা নামক স্থানে সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একই পরিবারের তিনজনের মধ্যে জুথি বেগম (২০) নামে একজন নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয় নিহত জুথি বেগমের ভাই জিহাদ (১৭) ও তার মা জেসমিন বেগম (৪৫)।  জুথি ও জাহিদ মারা গেলেও সুস্থ রয়েছে জুথির তিন দিনের নবজাতক সন্তান। অলৌকিকভাবে তিন দিনের নবজাতক শিশুটি বেঁচে যায়। 

এ বিষয়ে, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সড়ক দুর্ঘটনায় প্রসূতিও প্রসূতির ভাইয়ের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই