প্রেমের বিয়েতে যৌতুক দিতে না চাওয়ায় বউকে ঘরে তোলেন নি শাশুড়ি - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
ফারজানা ইসলাম (ছদ্মনাম),বসবাস করেন গাছা থানাধীন বড়বাড়ি এলাকার একটি ভাড়া বাসায়। পেশায় একজন গার্মেন্টস শ্রমিক তিনি। গার্মেন্টস শ্রমিক হয়েও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাকরির পাশাপাশি রাজধানীর উত্তরার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। পড়াশোনার সুবাদে বান্ধবীদের মাধ্যমে পরিচয় হয় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাশই লস্কর পাড়া এলাকার কাইয়ুম হোসেনের ছেলে আব্দুল করিম অন্তুর সাথে। পরিচয়ের একপর্যায়ে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে টঙ্গী পূর্ব থানাধীন বড়বাজার জামিয়া মসজিদের মোয়াজ্জেমি মাসুম এর মাধ্যমে কোর্ট ম্যারেজ বিয়ের বন্ধনে আবদ্ধ হয় দুজনে। কিন্তু এই তরুণী জানতেন না কোর্ট ম্যারেজের বিয়ে আইনতো কোন বৈধতায়ই নেই। যতক্ষণে তিনি এই বৈধ অবৈধের বিষয় যেনেছে ততক্ষণে তিনি হারিয়ে ফেলেছেন তার সর্বত্র।
ভুক্তভোগী এই তরুণী অভিযোগ করে জানায়, ভুয়া কাজী ও ভুয়া কোর্ট ম্যারেজ এর বিয়ে দিয়ে দীর্ঘ ৩ মাস সংসার করে অন্তু। তখন তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজ বাড়িতে তোলেন নি অভিযুক্ত ওই তরুণ। পরে ভুক্তভোগী ফারজানা শ্বশুর বাড়ি যেতে চাইলে শুরু হয় অভিযুক্তের তালবাহানা ও নির্যাতন। পরে এসব বিষয় ওই তরুণী একাধিক বার তার কথিত শ্বশুর বাড়ি লোকজন কে জানালেও মেলেনি প্রতিকার। এক পর্যায়ে অভিযুক্তে মা শিরিন বেগম ভুক্তভোগীর কাছে মোটা অংকের যৌতুক দাবি করেন। দাবিকৃত যৌতুক দিতে অপারগতা স্বীকার করলে ভুক্তভোগী ফারজানাকে ঘরে তুলতে চায়নি বলে অভিযোগ করেন ফারজানা। ফারজানা আরও জানায়, এ বিষয়ে স্থানীয় ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন আপোষ বিচার করলেও তাকে ঘরে তুলেনি অভিযুক্তের পরিবার। পরে বাদ্ধ হয়েই দারস্থ হয় থানা পুলিশের।
কোন মন্তব্য নেই