পাঁচবিবিতে আওয়ামীলীগ নেতা মরহুম বাবুলের পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুম আশেকুর রহমান বাবুলের পরিবারের পক্ষ থেকে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে পাঁচমাথায় স্থাপিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জয়পুরহাট জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য ও মরহুম আশেকুর রহমান বাবুল এর সহধর্মিণী শিউলি বেগম , ছেলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার রহমান শৈশব।
ভাতিজা তাওফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য রাজু গালিব সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই