শিরোনাম

গাইবান্ধার গিদারী ইউনিয়নের গোড়াইন নামক জায়গাটি হয়ে উঠেছে যেন নাগরিক বিনোদনের একটি বিশেষ জায়গা - Chief TV - চিফ টিভি


গাইবান্ধার গিদারী ইউনিয়নের গোড়াইন নামক জায়গাটি হয়ে উঠেছে যেন নাগরিক বিনোদনের একটি বিশেষ জায়গা
ছবি-প্রতিনিধি
জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা থেকে কয়েক কিলোমিটার দূরে গেলে দেখতে পাওয়া যায়,গাইবান্ধা সদর উপজেলা ১১ নং  গিদারী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড গোড়াইন নামক জায়গাটি হয়ে উঠেছে যেন এক বিশেষ একটি দর্শনীয় জায়গা। এই গোড়াইন টি  ব্রিটিশ সময়ে ব্রহ্মপুত্র নদী ভাঙ্গন থেকে রক্ষা পাওয়ার জন্য স্থাপন করা হয়। সে যেন এখন হয়ে উঠেছে দর্শণার্থীদের জন্য এক বিনোদনের জায়গা, প্রতিদিনে দর্শরর্থীদের ভিড় জমে যায় এই ব্রিজে। এই ব্রিজে মোট পিলার রয়েছে,৬২ টি,নিচে রয়েছে ব্রহ্মপুত্র নদীর পানি সে যেন চকচকে জ্বলছে সোনালী বিকালে  কয়েক ইউনিয়নের দর্শনার্থীরা আসেন ঘুরতে কেউবা ভিডিও করতে । তাইতো এই গোড়াইন নামক জায়গাটি যেন এক বিনোদনের জন্য দর্শনীয় জায়গায় হিসাবে পরিচিতি লাভ করে। 

স্থানীয় সূত্রে জানা যায় এই ব্রিজ নির্মাণ করে পাশে থাকা বাড়িগুলো অনেক উন্নত হয়েছে  যা চোখে দেখার মত।

কোন মন্তব্য নেই