শিরোনাম

নাগেশ্বরীতে গৃহহীন ভুমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর - Chief TV - চিফ টিভি

নাগেশ্বরীতে গৃহহীন ভুমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ  হস্তান্তর
ছবি-প্রতিনিধি
আতিকুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর অঙ্গিকার গৃহহীন ভুমিহীন থাকবেনা আর। সারা দেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গৃহহীন ভুমিহীন পরিবারকে জমি ও গৃহের চাবি প্রদান করেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে উদ্বোধনের পরপরে সুবিধাভোগীদের জমির দলিলাদি ও গৃহের চাবি প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ।

কোরবানি ঈদের আগে নাগেশ্বরীতে ১ পরিবার পেলো নতুন ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ পরিকল্পনার আওতায়  গৃহ ও ভূমিহীন পরিবারগুলোকে এ ঘর দিলেন। নাগেশ্বরী উপজেলা হলরুমে মঙ্গলবার  ১১ টায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন  নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, নাগেশ্বরী সার্কেল মাসুদ রানা, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মতিয়ার রহমান নান্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখরুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী প্রমুখ।

কোন মন্তব্য নেই