পীরগঞ্জের সাংবাদিকের উপর হামলা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
পীরগঞ্জের চতরা আলতাব নগরে জনৈক জিয়া মিয়া নামধারী ব্যাক্তির ভুয়া ভুষি'র কারখানায় সংবাদ সংগ্রহে গেলে রংপুর জেলা সংবাদদাতা মাই টিভির মাহমুদুল হাসান,পীরগঞ্জ উপজেলা সংবাদদাতা এশিয়ান টিভি'র মিনহাজুল মিলন, পীরগঞ্জ উপজেলা সংবাদদাতা ৫২ আলো'র মেফতাউল কে আটক করে বেদম মারপিট করা হয়।
মিনহাজুল মিলনের অবস্থা আশঙ্কাজনক। তাকে সেখানকার জনগণ পীরগঞ্জ হাসপাতালে পৌঁছে দিয়েছে। পরে মাহমুদুল ও মেফতাহুলকে জিয়া'র বাড়ি থেকে স্থানীয় আওয়ামী লীগের লোকজন উদ্ধার করে বলে জানা যায়।
কোন মন্তব্য নেই