নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে বুধবার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ধাপের নির্বাচনে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. পূবণ আখতার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নাগেশ্বরী উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় সাপোর্ট না পেয়েও কাপ-পিরিচ প্রতীকে ৪৭ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা জাপা সদস্য কে এম মহিবুল হক খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১৯৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বই মার্কা প্রতীকে ৪২৭৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রবিউল ইসলাম রুবেল। তার নিকটতম প্রতীদ্বন্দী মোঃ মেহেদী হাসান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৪২৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকে ৬১ হাজার ৫৯২ ভোটে পেয়ে জয়ী হয়েছেন মোছাঃ মিনারা খাতুন। তার নিকটতম প্রতীদ্বন্দী প্রার্থী আমিনা বেগম অনন্যা কলস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৬৬৪ ভোট।
কোন মন্তব্য নেই