শিরোনাম

সৈয়দপুরে রেলওয়ের মহাপরিচালক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার - Chief TV - চিফ টিভি

সৈয়দপুরে রেলওয়ের মহাপরিচালক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার
ছবি-প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের মহাপরিচালক পরিচয়ে ফেসবুকে প্রতারণার অভিযোগে সাব্বির হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (৩১মে) বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম। এর আগে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় ৷ তিনি ডোমারের ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি জুম্মা পাড়ার মোস্তাফা আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলীর নাম এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি একাউন্ট খুলেন। এরপর তিনি মানুষের কাছে ট্রেনের টিকিট সহ রেলওয়ে সংশ্লিষ্ট বিভিন্ন কাজ করে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেন। বিষিয়টি রেলওয়ে পুলিশের নজরে আসলে তারা তদন্ত শুরু করে। এতে প্রতারণায় ব্যবহৃত একাউন্টটি ভূয়া হিসেবে চিহ্নিত করেন। এরপর অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করেন।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে ওই যুবক রেলওয়ের মহাপরিচালকের নামে ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেন।পরে এটি আমাদের নজরে আসলে ব্যবহৃত একাউন্টটি ভূয়া এটি নিশ্চিত হই। এরপর অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়৷

কোন মন্তব্য নেই