শিরোনাম

অবিশ্বাস্যভাবে বেঁচে গেলো সাত মাসের শিশু সাবরিন - Chief TV - চিফ টিভি

অবিশ্বাস্যভাবে বেঁচে গেলো সাত মাসের শিশু সাবরিন
ছবি-প্রতিনিধি
ডেস্ক  রিপোর্টারঃ

বরগুনার আমতলীতে বৌভাতে যাওয়ার সময় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেঁচে ফিরেছে সাত মাসের শিশু সাবরিন। পিতার কোলে অপলক দৃষ্টিতে চারদিকে তাকিয়ে আছে সে। কিন্তু সে জানে না তার মা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইতিমধ্যেই। 

শনিবার (২২ জুন) দুপুরে আমতলী উপজেলার চাওড়া এবং হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া হাট ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন আহত হন এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

ছোট্ট মেয়ে সাবরিনকে নিয়ে বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মারা যান মা রাইতি খান (৩৫)। তারা মাইক্রোবাসেই ছিলেন। সেতু ভেঙে মাইক্রোবাসটি যখন খালের মধ্যে ডুবে যাচ্ছিল তখন রাইতি কোলে থাকা শিশুকে কচুরিপানার উপর ফেলে দেন। পেছনের অটোতে ছিলেন সাবরিনের বাবা। অটোটিও পানিতে ডুবে যাচ্ছিলো। কোনোভাবে অটো থেকে বের হয়ে সাঁতরে ওপরে উঠে আসতেই তার চোখ পড়ে কচুরিপানার ওপর। পরে তিনি নিজ সন্তানকে উদ্ধার করেন।

 

 

কোন মন্তব্য নেই