শিরোনাম

চৌদ্দগ্রামে আওয়ামী-লীগ সমর্থিত প্যানেলের ৩ জনই নির্বাচিত হয়েছেন - Chief TV - চিফ টিভি

চৌদ্দগ্রামে আওয়ামী-লীগ সমর্থিত প্যানেলের ৩ জনই নির্বাচিত হয়েছেন
ছবি-প্রতিনিধি
নাজমুল হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লা জেলায় ৬ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চৌদ্দগ্রামে ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যার পর থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। ভোটের ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে চৌদ্দগ্রাম উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসহাক খান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাজেরা আক্তার ববি।

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৮৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম গোলাম ফারুক দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৭৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী  লীগের সহ-সভাপতি মোঃ ইসহাক খান বই প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ৭৮১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এস এম শাহিন মজুমদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪৩৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিনিয়র প্রেসিডেন্ট উপজেলা মহিলা আওয়ামী লীগের হাজেরা আক্তার ববি কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক লক্ষ ২৩ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সহ-সভাপতি উপজেলা মহিলা আওয়ামী লীগের রহিমা আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৯৭ ভোট। 

কোন মন্তব্য নেই