শিরোনাম

নীলফামারী কিশোরগঞ্জে পানিতে ডুবে একদিনে দুইজনের মৃত্যু - Chief TV - চিফ টিভি

 

নীলফামারী কিশোরগঞ্জে পানিতে ডুবে একদিনে দুইজনের মৃত্যু
ছবি-প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল।  

নিহতরা হলেন- মাগুড়ার দোলাপাড়া গ্রামের কামাল হোসেনের মেয়ে লামিয়া আক্তার (৬) এবং মুশা ঝারপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ (১৬) । 

নিহতদের স্বজন সূত্রে জানা যায়, নিহত রিয়াদ তার বন্ধুর সাথে বাড়ির পাশের পুকুরে বল দিয়ে পানিতে লুকোচুরি খেলেছিলেন। এ সময়ে সে বল রেখে পানিতে ডুব দেয় পরে তাকে কিছুক্ষণ খুজে না পেয়ে বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তার মরদেহ উদ্ধার করে । অপরদিকে নিহত লামিয়া বাড়ির পাশে খেলছিলেন এ সময়ে তাকে রেখে তার মা বাড়িতে গেলে সে পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

কোন মন্তব্য নেই