শিরোনাম

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু - Chief TV - চিফ টিভি

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু - Chief TV - চিফ টিভি
 ছবি প্রতিনিধি
মোহাম্মদ রায়হান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও‌য়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) সকাল ১০টা থে‌কে সন্ধ‌্যা ৭টা‌ পর্যন্ত জেলা সদরের বি‌ভিন্ন এলাকায় পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ জানায়, সকালে সদরের খোঁচাবা‌ড়ি এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা এক‌টি ট্রাকের সঙ্গে ট্রলির মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের সহকারী রুবেল রানার (৩০) মৃ‌ত‌্যু হয়।

দুপুরে শহরের শা‌ন্তিনগর মহল্লায় শ্বশুড় বা‌ড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মো. শা‌হিনুর আলম (২৮) নামে এক যুবকের মৃত‌্যু হয়। তি‌নি সদরের বা‌লিয়া‌র হা‌ট এলাকার বা‌সিন্দা।

এ ছাড়া মোটরসাইকেলযোগে পরীক্ষা দিয়ে ফেরার পথে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী কাউসার আলী না‌মে একজনের মৃত‌্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

পু‌লিশ জানায়, সন্ধ‌্যায় পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা‌ শেষে মোটরসাইকেলযোগে বা‌ড়ি ফির‌ছিলেন ইসমাইল হোসেন (২০), কাউসার আলী (২০) ও মেরাজ (২০) নামে একই ইনস্টিটিউটের তিন শিক্ষার্থী। এ সময় সদরের বটতলা বকশেরহাট পাকা রাস্তায় ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এক‌টি সিএনজি অটো‌রিকশা মোটরসাই‌কেল‌টি‌কে ধাক্কা দেয়। এ সময় ব্রিজের রে‌লিংয়ে ধাক্কা লেগে গুরুতর আহত হয় ওই তিন সহপাঠী। পরে তা‌দের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চি‌কিৎসক কাউসার আলীকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ও‌সি এ‌বিএম ফি‌রোজ ওয়া‌হিদ বলেন, পৃথক তিন‌টি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই