শিরোনাম

রংপুরে বিশাল আকৃতির গরু টাইগারকে ৩০ লক্ষ টাকা দরে বিক্রি করতে চান গরুর মালিক - Chief TV - চিফ টিভি

রংপুরে বিশাল আকৃতির গরু টাইগারকে ৩০ লক্ষ টাকা দরে বিক্রি করতে চান গরুর মালিক
ছবি-প্রতিনিধি
তানভীর আহমাদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধিঃ

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাঁশপুকুরিয়া গ্রামে অবস্থিত এমদাদুল ইসলামের বাড়ীতে বেড়ে ওঠা শাহিওয়াল জাতের বিশাল আকৃতির একটি গরু, শখের বসে এই বিশাল আকৃতির গরুটির নাম রাখেন তিনি টাইগার।

গরুর মালিক এমদাদুল ইসলাম ৬(ছয়) বছর যাবত গরুটি লালন পালন করে আসতেছেন যাতে পরবর্তীতে কোরবানীর ঈদে ভালো দামে বিক্রি করতে পারে। বিশাল আকৃতির এই গরুটি প্রায় ১২ ফুট লম্বা, এবং এর ওজন প্রায় ৩৩ থেকে ৩৪ মন হবে বলে জানান গরুটির মালিক এমদাদুল ইসলাম এবং তিনি আরো জানান এই গরুটি লালন পালনে তার প্রায় ১৬ থেকে ১৭ লাখ টাকা ব্যয় হয়েছে। শখের পোষা এই টাইগার গরুটির দাম চান ৩০,০০,০০০ (ত্রিশ লক্ষ্য) টাকা। 

এমদাদুল ইসলাম বলেন, আপেল সহ বিভিন্ন ফল খাওয়াই আমার গরু টাইগারকে । বিভিন্ন জায়গায় থেকে ক্রেতারা দেখতে ভির করছে আমার বাড়িতে । তবে  দামও বলছেন ক্রেতারা। ঈদের আরো কিছুদিন বাকি আছে এর মধ্যেই দামাদামির মাধ্যমে বিক্রি হয়ে যাবে টাইগার গরুটি এবং এই গরুটির কিনলেই সাথে থাকছে ৬০ কেজি ওজনের একটি খাসি ফ্রি ।

কোন মন্তব্য নেই