চেয়ারে বসলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
জনতার ভোটের নির্বাচিত হয়ে প্রথমবারের মতো বহুল কাঙ্খিত সেই চেয়ারে বসে প্রথম কর্ম দিবস সফলভাবে অতিবাহিত করলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মাহুবুবর রহমান বাদশা।
রবিবার(৯ জুন) কিশোরগঞ্জ উপজেলা পরিষদের কার্যালয়ে তিনি প্রথম কর্মদিবসে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসেন।
এ সময় কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজাসহ উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মাহুবুবর রহমান (বাদশা)এর প্রথম কর্ম দিবসের শুরুতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখা যায় এবং নতুন ভাইস-চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা সকলে বরণ করেন। পরে নতুন চেয়ারম্যান উপজেলা পরিষদের প্রথম সভা করেন।
এদিকে একই দিনে নিজ নিজ দপ্তরে প্রথম দিনে অফিস করে সফলভাবে অতিবাহিত করেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মাহুবুবর রহমান বাদশা এবং মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শান্তা।
গত বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২১শে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই