শিরোনাম

ফুলপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাবিবকে সরকারি কলেজর পক্ষ থেকে সংবর্ধনা- Chief TV - চিফ টিভি


  

ফুলপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাবিবকে  সরকারি কলেজর পক্ষ থেকে   সংবর্ধনা
ছবি-প্রতিনিধি
মাহাবুল ইসলাম, (ফুলপুর) ময়মনসিংহ প্রতিনিধিঃ 

ময়মনসিংহের ফুলপুর সরকারি কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার (৫ জুন) বেলা ১২ টায় কলেজ অডিটরিয়ামে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ ইকরাম হোসাইন,  শিক্ষক নেতা সারোয়ার হোসেন, এরশাদুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে তিনি কলেজের সকল কর্মকর্তা কর্মচারির সাথে মতবিনিময় করেন।

তিনি বলেন, আপনাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। ভুলবো না। মনে থাকবে। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এর আগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা, অভিনন্দন ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।

কোন মন্তব্য নেই