শিরোনাম

ময়মনসিংহে সেতুর নিচ থেকে অজ্ঞাত লাশটির পরিচয় পাওয়া গেছে - Chief TV - চিফ টিভি

 

ময়মনসিংহে সেতুর নিচ থেকে অজ্ঞাত লাশটির পরিচয় পাওয়া গেছে
ছবি-প্রতিনিধি
ডেস্ক রিপোটারঃ

মুক্তাগাছার সীমান্তবর্তী মনতলা ব্রিজের নিচে লাগেজের ভেতর পাওয়া ৪ খন্ডের মরদেহটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভের। সৌরভের বাড়ি ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে। সৌরভ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী। 

জানা গেছে, অনেকদিন যাবত সৌরভের সঙ্গে তার চাচাত বোনের প্রেমের সম্পর্ক। গত মে মাসে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চাচাত বোনকে বিয়ে করেন সৌরভ। তবে চাচা ইলিয়াস কোনভাবেই এই বিয়ে মেনে নেননি।

বিভিন্ন সময় ইলিয়াস সৌরভের বাবা ইউসুফকে বিভিন্ন রকম হুমকি দেন। অবস্থা বেগতিক দেখে বিষয়টি পরিবারের অনেককেই জানিয়েছেন ইউসুফ।

চাচাতো বোনকে প্রেম করে বিয়ে করার পর বিয়ে মেনে না নিয়ে কৌশলে চাচাতো বোনকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেয় চাচা-চাচি। পরে সৌরভকে ডেকে এনে হত্যা করে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় সৌরভের চাচা-চাচিকে ময়মনসিংহ সদরের গোহাইলকান্দির বাসা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।


কোন মন্তব্য নেই