গাইবান্ধাই অবৈধভাবে বালু উত্তোলন ও তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
গাইবান্ধা সদর উপজেলা কামারজানী গোঘাটে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হয়,ও সংবাদ প্রচারের জেরে মিথ্যা মামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক, এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সমাবেশ ও সড়ক অবরোধ করা হয়। ৩ জুন রোজ সোমবার দুপুরে গাইবান্ধায় প্রতিবাদী সাংবাদিকের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সাংবাদিক শফিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, সাংবাদিক রেজান্নবী রাজু, খালেদ হিমুন জাবেদ মোনা ও মামলার শিকার, মিলন খন্দকার, সুমন, রিয়ন ইসলাম রকি, সহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন বালু উত্তোলনের মাধ্যমে ওই এলাকার অনেক ফসলি জমি ও বাড়ি-ভিটা সহ নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছিল। এলাকাবাসীর অভিযোগে সাংবাদিকেরা ১৭ই ফেব্রুয়ারি তাদের টেলিভিশন সংবাদ পরিচালনা করেন ও বিষয়টি তুলে ধরেন,পরে নানানভাবে ম্যানেজ করার জন্য চেষ্টা করেছিল বালু ব্যবসায়ীরা,সাংবাদ প্রচার হওয়ার দুই মাস পর গাইবান্ধা থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন ,পরে উচ্চ আদালত থেকে জামিন গ্রহণ করেন। সাংবাদিকেরা এই মিথ্যা মামলাকে প্রত্যাহার করার দাবি জানান,ভুক্তভোগী সাংবাদিক মিলন বলেন, বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত ২০ লাখ টাকা জরিমানা করেন, এই মামলার প্রধান বাদী বালু ব্যবসায়ী জাহাঙ্গীর সহ তার সঙ্গীরা কে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান, এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা ডি বি রোড সড়কে প্রায় ঘন্টা ব্যাপী অবরোধ করে রাখে, এ সময় সড়কে যানজট শুরু হয়ে যায়। সাংবাদিকদের দাবি মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, বালু ব্যবসায়ীদের কে গ্রেফতার করতে হবে, ও গাইবান্ধা প্রেসক্লাবের সামনে থেকে এই সমাবেশের আয়োজন করা হয়।
কোন মন্তব্য নেই