শিরোনাম

বড়লেখায় বাইক রাইডার্সের জন্য শাহিন মটরস নিয়ে এসেছে বিভিন্ন ব্রান্ডের বাইক- Chief TV - চিফ টিভি

বড়লেখায় বাইক রাইডার্সের জন্য শাহিন মটরস নিয়ে এসেছে বিভিন্ন ব্রান্ডের বাইক
ছবি-প্রতিনিধি
শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়াডের মোহাম্মদ নগর রাতিরপুল বাজারে শাহিন মটরস এর নতুন শোরুম নিয়ে এসেছে যুবকদের  জন্য বিভিন্ন ব্রান্ডের নৃত্য- নতুন বাইক।

প্রতিটা  ছেলেদের বর্তমানে একটি স্বপ্ন তাদের স্বপ্নের বাইক কেনা, সেই স্বপ্ন কে বাস্তবায়ন করার জন্য অত্যান্ত সূলভ মূল্যে শাহিন মটরসে পেয়ে যাচ্ছেন উন্নত মানের বাইক। হিরো বাজাজ, সুযোকি, ইয়ামাহা সহ প্রায় সাঁতটি ব্রান্ডের বাইক রয়েছে এই শোরুমে।

জানা যায় গত (২ জুন) রবিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় শাহিন মটরসের উদ্বোধন করার পর থেকে শোরুমে বাইক কিনার জন্য বাইক রাইডারর্সের উপচেপড়া ভীড় লক্ষ করা যাচ্ছে। সরজমিন শোরুমে গিয়ে বিভিন্ন ধরনের বাইক দেখার পর যে কারো মন কেড়ে নিতে পারে। শোরুমের স্বত্বাধিকারী শাহিন আহমদ বলেন পবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে বিশেষ ছাড়ে ক্রেতাদের বাইক কিনার সর্বাত্নক সুযোগ রয়েছে। 

বাইক-লাভার প্রবাসী জয়নুল ইসলাম শোরুমের প্রশংসা করে বলেন এরকম একটি শোরুম আমাদের বাজারে পেয়ে আমরা খুবই আনন্দিত, প্রত্যেক বাইক লাভার এখান থেকে বাইক কিনার ক্ষেত্রে সর্বাত্নক সুযোগ পাবে। তিনি সকল বাইক লাভারদের প্রতি উদারর্ত আহ্বান জানান যাতে তারা এই শোরুম টি একটিবার ঘুরে দেখার জন্য। 


কোন মন্তব্য নেই