শিরোনাম

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত বৃদ্ধার মরাদেহ উদ্ধার - Chief TV - চিফ টিভি

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত বৃদ্ধার মরাদেহ উদ্ধার
ছবি-প্রতিনিধি
মোহাম্মদ রায়হান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে মহাসড়কের পাশে থেকে  অজ্ঞাত এক বৃদ্ধার মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) দুপুরে সদর উপজেলার মথুরাপুর এলাকার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের পাশ থেকে বৃদ্ধা ওই বৃদ্ধার মরাদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, পথচারীরা রাস্তার ধারে বৃদ্ধার মরাদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে আমরা মরাদেহ উদ্ধার করি। আমরা জানতে পেরেছি ওই বৃদ্ধা মানুষের কাছে সাহায্য তুলে জীবনধারণ করতেন। এটি মনে হয় না হত্যাকাণ্ড। কারণ তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।

তিনি আরও বলেন, সিআইডি টিম বৃদ্ধার পরিচয় শনাক্ত করতে কাজ করছে। পরে সুরতহাল করে মরাদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


কোন মন্তব্য নেই