শিরোনাম

সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকের মৃত্যু - Chief TV - চিফ টিভি

সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকের মৃত্যু
ছবি-প্রতিনিধি
সাকিব চৌধুরী, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ 

সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় জেলার দীঘিনালার মাইনী ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম রাজিব শেখ। তিনি মোটরসাইকেলে করে বন্ধুদের সাথে সাজেক বেড়াতে এসেছিলেন।

খাগড়াছড়ির সদর থানার ওসি তানভীর হাসান জানান, রাজীব শেখসহ ৪ পর্যটক সাজেক ভ্রমণ শেষে দুইটি মোটরসাইকেলে করে খাগড়াছড়িতে ফিরছিলেন। এ সময় মাইনী বেইলি ব্রিজের উপর এক আরোহীসহ দুর্ঘটনার শিকার হন রাজীব শেখ।

তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাজীবের বাড়ি চট্টগ্রাম মিরসরাইয়ে।


কোন মন্তব্য নেই