গাজীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা, দুই যুবক গ্রেফতার- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
গাজীপুরের কোনাবাড়িতে ফারজানা নামের তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় কোনাবাড়ী থানার বাইমাইল মধ্যপাড়া এলাকার রমিজ উদ্দিনের বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারজানা কুড়িগ্রাম সদর থানার চরবড়ইবাড়ী এলাকার মো. শহিদুল ইসলামের মেয়ে। গ্রেফতারকৃত যুবকেরা হলো– কুড়িগ্রাম রাজারহাট থানার চকরাইহারি এলাকার সফিকুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (১৬) ও একই এলাকার শাহাজাহানের ছেলে রুবেল মিয়া (১৪)।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার সকাল থেকে শিশু ফারজানা ইসলামকে কোথাও খুঁজে পাচ্ছিল না তার পরিবার। বুধবার সকালে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাসার পাশের একটি সরু গলিতে পুরো শরীরে টেপ পেঁচানো অবস্থায় বস্তাবন্দি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে শিশু ফারজানাকে ধর্ষণ ও হত্যায় জড়িত থাকার অভিযোগে একই বাসার অন্য দুই ভাড়াটিয়া রুবেল ও সাজিদুল ইসলামকে আটক করা হয়। তারা ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করার বিষয়টি স্বীকার করেছে।
এ ব্যাপারে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন বলেন, শিশু নিহতের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ধর্ষণ ও হত্যার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই