সৌখিন ও আলম এশিয়া গাড়ি-কে এবার বয়কটের ডাক দিলেন ময়মনসিংহের অধিকাংশ মানুষ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
আলম এশিয়া বড় গাড়ি হওয়া সত্বেও লোকালয়ের মতন প্রতিটি স্টেশনে থেমে থেমে যাত্রী উঠানোর অভিযোগ উঠেছে আলম এশিয়ার গাড়ি-র বিরুদ্ধে। আর সৌখিন গাড়ি একশো টাকার ভাড়া ৫০০ টাকা নেওয়ার অভিযোগও উঠেছে।
ময়মনসিংহ থেকে ভালুকা পর্যন্ত যেখানে ভাড়া হলো ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত সেখানে সৌখিন ময়মনসিংহ থেকে ভালুকার যাত্রী উঠাচ্ছে ৫০০ টাকা করে।
২২ জুন সৌখিন বাসে ময়মনসিংহ টু ভালুকার ভাড়া ৫০০ টাকা নেওয়ার কারণে সৌখিন গাড়িকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভালুকা UNO। ২২ জুন ময়মনসিংহ থেকে ভালুকা যাওয়ার পথে মেহজাবিন নামক এক ভুক্তভোগী যাত্রীর কাছে ১০০ টাকার ভাড়া ৫০০ টাকা চাইলে, ভুক্তভোগী এর প্রতিবাদ করলে, বাস কন্ট্রাকটার যাত্রীর সাথে খারাপ আচরণ করে।
এই বিষয়টি ভালুকা উপজেলার UNO স্যারকে কল দিয়ে জানানোর পর সাথে সাথে ভালুকা থানার পুলিশ কে রাস্তায় অপেক্ষা করতে বলা হয়। অবশেষে বাস আটক করে জরিমানা করা হয়েছে এবং সর্তক করে দেওয়া হয়েছে পরবর্তীতে এমন কাজ না করতে।
এসব বিষয়ে খিপ্ত হয়ে সৌখিন ও আলম এশিয়া- গাড়ি-কে বয়কটের ডাক দিয়েছেন ময়মনসিংহের অধিকাংশ মানুষ।
কোন মন্তব্য নেই