অবশেষে পরিচয় পাওয়া গেল বগুড়ায় আবাসিক হোটেলে নিহত মা-ছেলের - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়ার শাহজাহানপুর উপজেলার বনানীতে অবস্থিত শুভেচ্ছা আবাসিক হোটেল থেকে মা ও ছেলের গলাকাটা মরাদেহ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ। রবিবার (২ জুন) বেলা ১১টার দিকে আবাসিক হোটেলের ৩০১ নম্বর কক্ষ থেকে তাদের মরাদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, বগুড়ার ধুনট উপজেলার হেউটনগর গ্রামের আজিজুল হকের স্ত্রী আশামণি (২০) ও তাঁর এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি।
স্ত্রী ও ছেলেকে হত্যার অভিযোগে আজিজুলকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আজিজুল পেশায় একজন সেনাসদস্য। তিনি বর্তমানে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। দুই মাসের ছুটিতে তিনি সপরিবারে বগুড়ায় আসেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় আজিজুল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন এবং একটি কক্ষ ভাড়া নেন। রাতের কোনো একসময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরপর রবিবার সকালে শুভেচ্ছা আবাসিক হোটেলের ৩০১ নম্বর কক্ষের বাথরুম থেকে আশামণির এবং ওই রুমের বিছানার নিচে থেকে তাঁর এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফির গলাকাটা বস্তাবন্দি মরাদেহ উদ্ধার করা হয়। কক্ষটি থেকে যখন শিশুটির মরাদেহ উদ্ধার করা হয় তখন সেখানে তাঁর মাথা ছিল না। এ সময় কক্ষটি থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। অনুমান করা হচ্ছে এই ধারালো অস্ত্র দিয়েই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।
এ বিষয়ে বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর প্রথমে হোটেল কক্ষ ত্যাগ করেছিলেন আজিজুল। পরে হোটেল কক্ষে এসে নাটক সাজানোর চেষ্টা করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আজিজুল হককে আটক করে এবং মরাদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, মৃতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
কোন মন্তব্য নেই