গাইবান্ধা দারিয়াপুরে ঈদুল আযহা উপলক্ষে জমে উঠেছে কোরবানীর হাট - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
শুক্রবার জমজমাট হয়ে উঠেছে। গাইবান্ধা সদর উপজেলা দারিয়াপুর নামক হাটে জমে উঠেছে গরুর হাট, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে ছোট বড় মাঝারি আকারের ষাঁড়। যেমনি দেখতে ঠিক তেমনি গরুর হাট, এটি সম্পূর্ণ দেশি জাতের ষাঁড়। প্রতিদিন দারিয়াপুরহাট থাকবে ব্যবসায়ীরা বলেন এখানে৷ দেশি খাবার খাইয়ে লালন পালন করা গরু এই হাটে আনেন, গরুর মালিক বলে গাইবান্ধা সদর দারিয়াপুর হাটে গ্রামের গ্রামের পালন করা গরুগুলো আনা হয়েছে হাটে । একজন ব্যবসায়ী ব্যবসার পাশাপাশি তিনি নিজ বাড়িতে বিগত ৬ বছর থেকে শখের বসে একটি গরুর খামার তৈরি করেন। সরজমিন গিয়ে দেখা যায়, খামারে ছোট বড় মাঝারি আকারের দেশি জাতের বিভিন্ন ষাঁড় রয়েছে। তবে এই খামারে কুরবানির ঈদ কে সামনে রেখে বর্তমানে সবচেয়ে সাড়া জাগিয়েছে বিভিন্ন খামারিরা যাকে দেখতে প্রতিনিয়ত ক্রেতারা ভীড় জমাচ্ছেন। ওজন প্রায় ৭ মণের কাছাকাছি হবে। এটির দাম চাচ্ছেন প্রায় অনেক ।
কোন মন্তব্য নেই