শিরোনাম

পাটক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা - Chief TV - চিফ টিভি

পাটক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা - Chief TV - চিফ টিভি
ছবি প্রতিনিধি
সৌরভ চন্দ্র রায়,লালমনিরহাট,প্রতিনিধিঃ

লালমনিরহাট খুনিয়াগাছ ইউনিয়নের থেকে নিখোঁজের ১ ঘণ্টা পর পাটক্ষেত থেকে জোনায়েদ ইসলাম (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

রোববার সন্ধ্যায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামারপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। জোনায়েদ ইসলাম কামারপাড়া এলাকায় আটোচালক দুলাল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় পাশের বাসায় বেড়াতে গিয়ে নিখোঁজ হন। পরিবার লোকজন তাকে বাসায় নিয়ে আসার জন্য ডাকতে যান। এক পর্যায়ে তার খোঁজ না পেয়ে এদিকে সেদিক খুঁজতে শুরু করেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে এসে তদন্ত করছি। মৃত্যুর কারণ ও রহস্য ময়নাতদন্তের পর জানা যাবে।

কোন মন্তব্য নেই