মুরাদনগরে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
দেশের ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর উদ্যোগে সারাদেশে "মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি -২০২৪" পালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় জমঈয়ত শুববানে আহলে হাদীস বাংলাদেশ (কুমিল্লা জেলা) এর উদ্যোগে আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচি-২০২৪ বাস্তবায়ন করার লক্ষ্যে মুরাদনগর থানাধীন যাত্রাপুর গ্রামস্থ মাদ্রাসা উমর ইবনুল খাত্তাব ( রা:) আরাবিয়ায় কিছু চারা গাছ রোপন করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, হাফেজ আবু আব্দুল্লাহ মুসলেহুদ্দীন সরকার ,জমঈয়ত শুববানে আহলে হাদীস বাংলাদেশ (কুমিল্লা জেলা) এর সাধারণ সম্পাদক, হাফেজ শাইখ আব্দুস সবুর খান,সৈয়দ আবু ইউসুফ, হাফেজ তালহা মাহমুদ, হাফেজ ত্বহা সরকার, এছাড়াও অত্র মাদ্রাসার আবাসিক ছাত্রবৃন্দরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই