শিরোনাম

বগুড়া র‍্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক ২ জন - Chief TV - চিফ টিভি

বগুড়া র‍্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক ২ জন
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ 

বগুড়ার সদর থানাধীন নামুজা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে গত শনিবার (৮জুন) সকাল সাড়ে ৮ টার দিকে ১৯৯ বোতলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে বগুড়া র‍্যাব- ১২। 

গ্রেফতারকৃত আসামীরা হলো, বগুড়া সদর থানাধীন মালতিনগর (দক্ষিণ পাড়া) এলাকার হান্নানের স্ত্রী মাহফুজা বেগম (৪৯), অপরজন হলেন, বগুড়া শহরের নামাজগড় এলাকার মৃত রাফিকুলের স্ত্রী রিনা বেগম (৫৮)।

রবিবার (৯জুন) দুপুর ২ টার দিকে বগুড়া র‍্যাব কার্যালয়ে থেকে পাঠানো এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।

এ বিষয়ে প্রেস ব্রিফিং এ কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, র‍্যাব এক গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পারেন, লালমনিরহাট হতে বগুড়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে কতিপয় ব্যক্তিরা মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস টিম বগুড়া থানাধীন বেতগাড়ী এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৯ বোতল ফেনসিডিলসহ ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং নগদ ৪৫০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন আরোও বলেন, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে একজনের বিরুদ্ধে এর আগেও গাইবান্ধা থানায় ৬টি মাদক ক্রয় বিক্রয়ের অভিযোগে থানায় মাদক আইনে মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হবে। 

কোন মন্তব্য নেই