শিরোনাম

ভারতের বিপক্ষে শান্তর অধিনায়কত্বে ভুল দেখছেন মাইকেল ভন - Chief TV - চিফ টিভি

 

ভারতের বিপক্ষে শান্তর অধিনায়কত্বে ভুল দেখছেন মাইকেল ভন
ছবি-প্রতিনিধি
খেলাধুলা ডেস্কঃ

ভারতের বিপক্ষে সুপার এইটে টিকে থাকার বাঁচা মরার লড়াইয়ে টস ভাগ্য পক্ষে পেয়েছিল বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমনকি দুই স্পিনারকে দিয়ে বোলিংয়ের শুরু করে চমক দেখান অধিনায়ক। যা দেখে বিস্মিত হয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন।

ভারতের বিপক্ষে ৫০ রানে হারার ম্যাচে একাদশে একটি বদল এনেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদের বদলে খেলানো হয়েছে জাকের আলিকে। এই নিয়েও প্রশ্ন তুলেছেন মাইকেল ভন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার) অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘দিনের বেলায় খেলা, তবুও টস জিতে বাংলাদেশ বোলিং নিয়েছে এটা ভালো মনে হয়নি। ভারতের ক্রিকেটাররা স্পিন ভালো খেলে, তাদের প্লেয়ারদের বিপক্ষে দুই স্পিনারকে দিয়ে শুরু করানো ঠিক হলো না। যেখানে ভারত এই বিশ্বকাপে বাঁহাতি বোলারের বিপক্ষে ভুগছে, সেখানে কেন মুস্তাফিজকে দিয়ে শুরু করানো হলো না এটা সত্যিই অবাক করার মতো।’

টস জিতে ফিল্ডিং নিয়ে শান্ত বলেছিলেন, উইকেট দেখে তাদের ভালোই মনে হচ্ছে, ভারতকে ১৫০-১৬০ রানের মধ্যে আটকে রাখতে চান তারা। কিন্তু বাংলাদেশ যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, তা প্রমাণ করেছেন ভারতীয় ব্যাটাররা।

১৯৬ রান তুলেছে দলটি। জবাবে ব্যাট করতে নেমে লড়াই ছাড়াই ৫০ রানে হারে বাংলাদেশ। 

টস জিতে বোলিং নেওয়া নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসানও। সাকিব প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই ধরনের পিচে হয়তো প্রথমে ব্যাটিং করাটাই ভালো হতো। তবে অধিনায়ক ও কোচ ভেবেছেন, ভারতকে মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে। কত রান করতে হবে, এটা জানা থাকবে।’

টসে জিতলে কী করা হবে এই সিদ্ধান্তে নিজে অংশ নেন না বলে জানিয়ে সাকিব বলেন,‘এসব সিদ্ধান্ত অধিনায়ক ও কোচ মিলেই নেয়। ভালো হলে তারা কৃতিত্ব পান, খারাপ হলে সমালোচনা। এটাই নিয়ম। প্রথম দুই ওভারে যখন উইকেট পড়েনি, তখন হয়তো সবার মনে হয়েছে, আগে ব্যাটিং করলেই ভালো হতো। আবার প্রথম দুই ওভারে উইকেট পড়লে ওই সিদ্ধান্তটাকেই ঠিক মনে হতো।’

 


   

কোন মন্তব্য নেই