শিরোনাম

ময়মনসিংহে নারী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় প্রেমিকের নামে মামলা - Chief TV - চিফ টিভি

ময়মনসিংহে নারী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় প্রেমিকের নামে মামলা
ছবি-প্রতিনিধি
ডেস্ক রিপোটারঃ

ময়মনসিংহে ফেসবুকে পোস্ট দিয়ে শরীরে আগুন লাগিয়ে ডা. অপর্ণা বসাক (২৭) নামে এক নারী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। খন্দকার মাহবুব এলাহী (Khondaker Mahbub Elahi  নামক ফেসবুক আইডি) নামে এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনার আসামি করে এই মামলা দায়ের করা হয়। 

বুধবার নিহতের মা জোসনা বসাক বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামি খন্দকার মাহবুব এলাহীর মা ও বাবার পরিচয় অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত খন্দকার মাহবুব এলাহীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও অপর্ণা বসাকের স্বজনরা। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

কোন মন্তব্য নেই