কৃষকের স্বপ্ন ১৮ মন ওজনের কালাপাহাড়িয়া - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
দুই বছর আগে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে অস্টেলিয়ান ক্রস জাতের একটা বাছুর গরু কেনেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের মনসুরনগর ইউনিয়নের উত্তর ছালাল গ্রামের আব্দুস সামাদের ছেলে কামাল হোসেন, সেই ছোট্ট বাছুরটি অতি যত্নে লালন পালন করে আজ ১৮ মন ওজনে দারিয়েছে। শক করে নামও রেখেছেন কালাপাহাড়িয়া আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে কালাপাহাড়িয়া এখন আলোচনার মূল বিষয় ১৮মন ওজনের বড় আকারের ষাঁড় গরু। আকৃতি ও সৌন্দর্যে ‘কালাপাহাড়িয়া’ নজর কেড়েছে সবার। প্রতিদিন শতশত লোকজন কালাপাহাড়িয়াকে দেখতে ভিড় করছেন।
গরুর মালিকের দাবি, এখন পর্যন্ত এটিই আমাদের চরাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় গরু। কেউ কেনার আশায় দেখতে আসছেন, আবার অনেকে শুধু এত বড় ষাঁড়টি সামনাসামনি দেখার জন্যই আসছেন।
কালাপাহাড়িয়ার দাম নির্ধারণ করা হয়েছে সারে পাঁচ লক্ষ টাকা।
১৮ মণ ওজনের ষাঁড় ‘কালাপাহাড়িয়া’ এর মালিক পেশায় কৃষক হলেও নিজের স্বপ্ন এখন কালাপাহাড়িয়ার চোখে দেখছেন।
কালাপাহাড়িয়া বিক্রি করে কৃষক কামাল হোসেনের স্বপ্ন পুরন হবে এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসি।
কোন মন্তব্য নেই