শিরোনাম

ধুনটে এক সন্তানের জননীকে পালাক্রমে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি - Chief TV - চিফ টিভি

ধুনটে এক সন্তানের জননীকে পালাক্রমে ধর্ষণ, মুমূর্ষু  অবস্থায় হাসপাতালে ভর্তি
ছবি-প্রতিনিধি
সুমন হোসেন,ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ 

ধুনটে এক সন্তানের জননীকে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশঝাড়ের ভিতরে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার ২২ জুন রাতে  উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ছোটদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষনের শিকার ওই নারীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ জানায়, ছোটদিয়াড় গ্রামের জনৈক এক পরিবহন শ্রমিকের স্ত্রী এক সন্তানের জননী শুক্রবার সন্ধ্যার পর পারিবারিক প্রয়োজনে একাই প্রতিবেশীর বাড়িতে যায়। কাজ শেষে রাত অনুমান ৯ টার দিকে বাড়ি ফেরার সময় অজ্ঞাত দুই যুবক ওই গৃহবধূকে  রাস্তা থেকে ধরে বাঁশঝাড়ের ভিতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণকারীদের হাত থেকে রক্ষা পেতে ধস্তাধস্তির এক পর্যায়ে ওই গৃহবধূ আহত হয়। পরে ওই গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছলে ধর্ষক দুই যুবক পালিয়ে যায়। পরে ওই গৃহবধূকে আহত অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে মাহমুদুল হাসান বলেন, এখানে ধর্ষণের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় এবং উন্নত চিকিৎসার জন্য ওই নারীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ধুনট থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


কোন মন্তব্য নেই