মুরাদনগরে ভাইয়ের বাঁধন সংগঠনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন যাত্রাপুর গ্রামে ভাইয়ের বাঁধন সংগঠনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ২১ শে জুন রোজ শুক্রবার যাত্রাপুর আশরাফ কামিনী উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় শতাধিক মানুষকে উক্ত সেবা প্রদান করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান, জনাব ড.আহসানুল আলম সরকার (কিশোর), কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, জনাব মো: আল-আমিন সরকার, ১০ নং যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান, জনাব মো: আবুল কালাম আজাদ, যাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জনাব আব্দুস সালাম ভূইয়া (সেলিম) এছাড়াও অত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল কর্মীবৃন্দ সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ড. আহসানুল আলম সরকার (কিশোর) বলেন, এ ধরনের সামাজিক কাজে অংশ গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এই কার্যক্রমকে পুরো মুরাদনগরে ছড়িয়ে দিতে হবে। সেই সাথে সব সময় ভাইয়ের বাঁধন সংগঠন পাশে থাকার আশ্বাস দেন।
কোন মন্তব্য নেই