বাগেরহাটে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ, মা হাসপাতালে - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বাগেরহাট-খুলনা মহাসড়কে ধরের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফকিরহাট হাইওয়ে থানার পুলিশ জানায়।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুটির মা।
শনিবার সকাল ৮ টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কে উপজেলার ধরের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফকিরহাট হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান।
নিহতরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার বুরিয়া গ্রামের মোসলেম রাঢ়ির ছেলে খলিলুর রহমান (৪২) এবং তার দেড় বছর বয়সী এক ছেলে।
আহত অবস্থায় খলিলুরের স্ত্রী মিনু বেগমকে (৩৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বাসটি বাগেরহাটের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ওসি মিজানুর বলেন, বাসটি আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই