তাহ্ফিজুল কুরআন বালক/বালিকা মাদরাসা এর উদ্যোগে খতমে কুরআন অনুষ্ঠান - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
ঐশী গ্রন্থ আল কোরআন। কোরআন ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, যা আল্লাহর বাণী। কোরআন অবতীর্ণ হয়েছে হযরত মোহাম্মদ সা. এর উপর। কোরআন এর ফযিলত অপরিসীম। যে কোরআন আমাদেরকে সঠিক পথ দেখায়। যে কোরআন শেষ বিচারের দিন আমাদের জন্য সুপারিশ করবে। যে কোরআনের হিফাজতের দায়িত্ব নিয়েছেন সৃষ্টিকর্তা নিজেই।
এরই মাঝে সিরতা ইউনিয়নের চর ভবানীপুর পশ্চিম খাঁপাড়া, বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন তাহ্ফিজুল কোরআন বালক/বালিকা মাদরাসা এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল খতমে কোরআন অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হোসাইন আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোঃ আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর ভবানীপুর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আনারুল ইসলাম খান, জামিয়া নূর হোসেন দাওরায়ে হাদীস মহিলা মাদরাসা এর প্রিন্সিপাল মুফতী নূরে আলম সিদ্দিকী শিমূল।
উম্মাহাতুল মু'মিনিন মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ সোহাগ, আমিনুল ইসলাম মহিলা মাদরাসা এর মুহতামিম মাওলানা মোজাম্মেল হক, শিল্পী হাফেজ আব্দুল্লাহ আল নোমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোসলেম উদ্দিন, আমিনুল ইসলাম মহিলা মাদরাসা এর নায়েবে মুহতামিম মাওলানা নূর মোহাম্মদ, মোহ দুলাল মিয়া, খোকন মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন তাহ্ফিজুল কোরআন বালক/বালিকা মাদরাসা এর মুহতামিম হাফেজ দেলোয়ার হোসাইন।
কোন মন্তব্য নেই