গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীতে বিলীন হয়ে যাচ্ছে শত শত জমি - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
গাইবান্ধা সদর উপজেলা ১১ নং গিদারী ইউনিয়ন ৬,৭,৮ নং, ওয়ার্ড ধুতি চোরা ঠাকুরের ভিটা শিলপাড়া ও চাঁপগাও সহ, ব্রহ্মপুত্র নদীতে বিলীন হয়ে যাচ্ছে শত শত জমি নদী ভাঙ্গনে। জায়গাটি তে নদী ভাঙ্গন আটকানো যাচ্ছে না।
ভুক্তভোগীরা জানান, যতই পানি বাড়ছে ততই নদী ভাঙ্গন বাড়ছে, আরো বলেন তাদের বাপ দাদার ভিটা সহ ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র নদীতে ,পানি উন্নয়ন বোর্ড থেকে কোন ছাড়া পাইনি গত বছর মানববন্ধন করেও কোন কাজে আসেনি , এখন যেন গাইবান্ধায় নদী ভাঙ্গন কোনো ভাবেই আটকানো যাচ্ছে না,গাইবান্ধা বাসিরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। ভুক্তভোগী গ্রামবাসির সাথে কথা হলে বলেন দুই বছর থেকে কাজ হওয়ার কথা। কিন্তু আমরা এখনো কাজ দেখতে পারলাম না। এমনকি ড্রাজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হয় বলে যানা য়ায় ,ভুক্তভোগী গ্রামবাসীরা অতি তাড়াতাড়ি নদীর কাজ হওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে আহ্বান জানান তাতেও কাজ হয়নি।
কোন মন্তব্য নেই