শিরোনাম

কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলেন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি - Chief TV - চিফ টিভি

কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলেন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ 

বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালানোর সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬জুন) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতের কোনো এক সময় ৪ আসামী বিশেষ কৌশলে জেল থেকে পালিয়েছে। পরে তাদেরকে পালানোর সময় শহরের ঘেশা চাষী বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃত কয়েদিরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা এলাকার মৃত আজিজুল হকের ছেলে নজরুল মজনু ওরফে মঞ্জু (৬৮), নরসিংদীর মাধবদীর ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খাঁর ছেলে আমির হামজা ওরফে আমির হোসেন, বগুড়ার কাহালুর উলট্র পূর্বপাড়ার মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩৪) এবং বগুড়া সদর থানাধীন কুটুরবাড়ি পশ্চিমপাড়ার মৃত ইসরাইল শেখের ছেলে ফরিদ শেখ (৩০)।

আজ সকালে ১০ টায় এক প্রেস ব্রিফিং এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। 

এ সময় তিনি বলেন, বুধবার ভোররাতে বগুড়া জেলা কারাগারের জাফলং সেলের একটি কক্ষের ছাদ ছিদ্র করে ৪ জন মৃত্যুদণ্ড ফাঁসির আসামী পালিয়ে যায়। এমন সংবাদ পাওয়ার পর থেকেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পলাতক আসামীদের ধরতে কাজ শুরু করে। 

পরে বগুড়া জেলা পুলিশের একটি চৌকাস টিম শহরের ঘেশা চাষী বাজার এলাকা থেকে বুধবার ভোর সোয়া ৪টায় পলাতক ৪ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের সনাক্তের জন্য ডিবি কার্যালয়ে রাখা হয় এবং পরিশেষে জানা যায় গ্রেফতারকৃত আসামীরাই হলো পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি। 

এছাড়াও তিনি আরো বলেন, কারা কর্তৃপক্ষের কোন অবহেলা আছে কিনা তা তদন্ত সাপেক্ষে দেখা হবে।

কোন মন্তব্য নেই