ধরলা ও তিস্তা পানি বিপদসীমার ওপরে, আবারও ডুবছে নিম্নাঞ্চল - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
আবারও উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের প্রভাবে ধরলা ও তিস্তা নদীর পানি বাড়ছে। এতে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকার নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের বিভিন্ন এলাকায় পানি উঠতে শুরু করেছে। তলিয়ে যাচ্ছে ধান ও পাটক্ষেতসহ ফসলি জমি। আতঙ্কে নদী পাড়ের মানুষরা।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত ২৪ ঘন্টার ব্যবধানে তিস্তা নদীর পানি প্রায় ৮০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি উঠানামা করছে। ও ধরলা নদীর পানি ৪৯ সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানির ৩৫ সেন্টিমিটার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে জানান, আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী, আগামী ২ দিনে দেশের উত্তরাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারী থেকে ভারী এবং কতিপয় স্থানে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে, এই সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ইত্যাদি নদ-নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর কতিপয় পয়েন্টে স্বল্প মেয়াদে বিপদসীমা অতিক্রম করতে পারে।
কোন মন্তব্য নেই