শিরোনাম

সড়ক দুর্ঘটনায় টঙ্গী স্টেশন রোডে ১ জন নিহত - Chief TV - চিফ টিভি

সড়ক দুর্ঘটনায় টঙ্গী স্টেশন রোডে ১ জন নিহত
ছবি-প্রতিনিধি
মাহাবুল ইসলাম পরাগ, গাজীপুর প্রতিনিধিঃ

টঙ্গী  স্টেশন  রোড শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে ঢাকা ময়মনসিংহ রোডে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হয়ে একটি ৩৫ বয়সে নারী নিহত হয় সাথে একটি ১ বছরের বাচ্চা পাওয়া যায় । জনগণ পুলিশ কে খবর দেয় পুলিশ কর্মস্থলে এসে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা একটি ডায়রি করা হয় ।ওসি  মোঃ  রাসেল আহমেদ লাশ উদ্ধার করে বাচ্চাটি টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । বাচ্চা টি পুলিশে হেফাজতে আছে । নিহত ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি। লাশ টি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় ।  

ওসি মোঃ রাসেল আহমেদ বলেন, কোনো ব্যক্তি যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে টঙ্গী পূর্ব থানা যোগাযোগ করা জন্য দৃষ্টি  আকর্ষণ করছি।

কোন মন্তব্য নেই