শিরোনাম

লালমনিরহাটে হরিজনদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - Chief TV - চিফ টিভি

লালমনিরহাটে হরিজনদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি-প্রতিনিধি
সৌরভ চন্দ্র রায়, লালমনিরহাট প্রতিনিধিঃ

রাজধানী ঢাকার মিরনজিল্লাহসহ বিভিন্ন হরিজন পল্লীর বাসিন্দা, দেশের নানাস্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উচ্ছেদ ও ভূমি দখলের অবসান এবং অনতিবিলম্বে নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবি ও হরিজন সম্প্রদায়ের চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই,এই প্রতিপাদ্ধ কে সামনে রেখে (১৩ জুলাই) শনিবার বিকেল ৩টায় গোশালা সোসাইটি চত্ত্বর থেকে মিশনমোড়, লালমনিরহাট মানববন্ধন করা হয়।

সমাবেশে নেতারা বলেন, আজ রাজধানীর মিরনজিল্লাহসহ বিভিন্ন হরিজন পল্লী থেকে তাদের উচ্ছেদ করা হচ্ছে বাণিজ্যিক ভবন কিংবা মার্কেট নির্মাণের জন্য। যারা মহানগরীকে দূষণমুক্ত করতে কাজ করেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

নেতারা বলেন, শত শত বছর ধরে বংশানুক্রমে বসবাসের ভূমি তাদের নামে বরাদ্দ করা হক এবং হরিজন, তেলেগু, রবিদাস সম্প্রদায়সহ সব গৃহহীনদের স্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা করা হোক।

কোন মন্তব্য নেই