আজ বৃহস্পতিবার সারাদেশে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
চলমান কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলা, পুলিশের গুলি বর্ষণ এবং কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুন) সারাদেশে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার রাত পৌনে আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি , র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদে, খুনিদের বিচার এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ এই কর্মসূচি ঘোষণা করা হলো।
কর্মসূচিতে হাসপাতাল এবং জরুরি সেবা ব্যতীত সকল ধরনের প্রতিষ্ঠানের দরজা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোন গাড়ি চলাচল করতে পারবে না। সকল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন সফল করার অনুরোধ করা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, আমরা আপনাদেরই সন্তান, আমাদের পাশে দাঁড়ান। রক্ষা করুন। এই লড়াই শুধু আমাদের ছাত্রদের না। দল মত নির্বিশেষে সকল আপামর জনসাধারণের ।
উল্লেখ্য, চলমান আন্দোলনে সারাদেশে ৬ জন আন্দোলনরত শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং শত শত শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার যোহরের নামাজের পর নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়ানো হয় ঢাবি ক্যাম্পাসে। উক্ত জানাজা পড়ানোর পর শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে একত্রিত হলে ভিসির নির্দেশে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি বর্ষণ করে। পুলিশের সাথে বিজিবি, র্যাব সোয়াট বাহিনীও শিক্ষার্থীদের উপর হামলা করে। হামলায় বহু শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এরই ধারাবাহিকতায় আগামীকাল কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়।
কোন মন্তব্য নেই