শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সরকারকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে আন্দোলনের অবসান ঘটাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। গতকাল এক বিবৃতিতে এই আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গোলাম পরওয়ার বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকার ছাত্র ও শিক্ষকদের দাবির প্রতি বরাবরই অবজ্ঞা প্রদর্শন করেই যাচ্ছে। আমরা মনে করি ছাত্রছাত্রী এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিয়ে আন্দোলনের অবসান ঘটনা প্রয়োজন। অবিলম্বে দেশের ছাত্র সমাজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে ছাত্র ও শিক্ষকদের আন্দোলনের অবসান ঘটনোর জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের ছাত্র সমাজ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল এবং পাবলিক বিশ্ববিদ্যায়ের শিক্ষকগণ সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ছাত্র ও শিক্ষকগণের আন্দোলনের ফলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ছাত্র ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির অবশ্যই যৌক্তিকতা আছে।
কোন মন্তব্য নেই