শিরোনাম

সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার ইউনিট উদ্বোধন করলেন এমপি আতাউল হক দোলন - Chief TV - চিফ টিভি

সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার ইউনিট উদ্বোধন করলেন এমপি আতাউল হক দোলন
ছবি-প্রতিনিধি
তাজুল হাসান সাদ, সাতক্ষীরা প্রতিনিধিঃ 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা বেসরকারি হাসপাতাল 'লাইফ কেয়ার' এর বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এসএম আতাউল হক দোলন। 

মানসম্মত স্বাস্থ্যসেবা বাস্তবায়নের ৮ম বছরে পদার্পণ উপলক্ষে উপজেলার পাউখালীতে অবস্থিত ’লাইফ কেয়ার’ হাসপাতালে শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১২ টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার ইউনিটের উদ্বোধন করেন এবং বক্তব্য প্রদান করেন।

’লাইফ কেয়ার’ হাসপাতালের পরিচালক শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। প্রশাসনিক কর্মকর্তা শেখ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, ফারজানা শওকাত আফি, থানার অফিসার ইনচার্জ মো. শাহিন, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ ও ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট, হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, প্রভাষক সুশান্ত বিশ্বাস প্রমুখ।

এ সময় ’লাইফ কেয়ার’ হাসপাতালের স্টাফ, গ্রাম চিকিৎসক, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই